স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ, বছরে বেড়েছে ৬৭ শতাংশ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। সোমবার (২২ ডিম্বের) স্বর্ণের দাম প্রতি আউন্স চার হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।
মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার আরও কমাতে পারে— বিনিয়োগকারীদের এমন প্রত্যাশা ও বিশ্বজুড়ে ডলারের মান কিছুটা কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন : আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্য নিয়ে উত্তেজনা ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ জমানোর প্রবণতা এই ঊর্ধ্বমুখী দামের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। পাশাপাশি ডলারের সূচক নিম্নমুখী হওয়ায় বিশ্বের অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে মূল্যবান এই ধাতু কেনা এখন আগের চেয়ে সাশ্রয়ী হয়ে উঠেছে।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
বিনিয়োগকারীরা ধারণা করছেন, ২০২৬ সালে ফেডারেল রিজার্ভ অন্তত আরও দুইবার সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণ বা রুপার মতো অ-ফলনশীল সম্পদে বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়, যা দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
আরও পড়ুন : যে কারণে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
বাজার সংশ্লিষ্টদের মতে, বিশ্বজুড়ে অস্থিরতা ও নিরাপদ আশ্রয়ের চাহিদা বজায় থাকায় সামনের দিনগুলোতে স্বর্ণের বাজার আরও চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক