অ্যাকাউন্টে ২৭ বছরের অগ্রিম বেতন, চাকরি ছাড়লেন কর্মী
চিলির এক ব্যক্তিকে ভুলবশত তাঁর মাসিক বেতনের ৩৩০ গুণ অর্থ একসঙ্গে বেতন হিসেবে দেওয়া হয়েছিল। টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পরপরই তিনি চাকরি থেকে ইস্তফা দেন। সেই বিপুল অর্থ নিজের কাছে রাখার জন্য আইনি লড়াইয়ে জিতেছেনও সেই ব্যক্তি। খবর এনডিটিভির।
খাদ্য সংস্থা ড্যান কনসোর্সিও ইন্ডাস্ট্রিয়াল ডি অ্যালিমেন্টোস ডি চিলির অফিস সহকারী হিসেবে কর্মরত ওই কর্মচারী সাধারণত প্রতি মাসে প্রায় ৪৬ হাজার টাকা আয় করতেন। কিন্তু ২০২২ সালের মে মাসে বেতনের ত্রুটির কারণ, তাঁর অ্যাকাউন্টে এক কোটি ৫১ লাখ টাকার বেশি জমা হয়েছিল।
জানা যায়, প্রাথমিকভাবে তিনি টাকা ফেরত দিতে রাজি হয়েছিলেন। কিন্তু তিন দিনের মধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দেন ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এর প্রতিক্রিয়ায় কোম্পানিটি তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে আইনি অভিযোগ দায়ের করে।
দীর্ঘ তিন বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর সান্তিয়াগোর একজন বিচারক রায় দেন, ঘটনাটি চুরির সমতুল্য নয়, বরং এটিকে ‘অননুমোদিত সংগ্রহ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ফলস্বরূপ, মামলাটি ফৌজদারি মামলা হিসেবে আর এগোয়নি।
তবে আদালত লোকটিকে ফৌজদারি অভিযোগ থেকে অব্যাহতি দিলেও কোম্পানিটি দেওয়ানি মামলার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক