আদানিকে ‘প্রতি একর ১ রুপি’ দরে জমি দেওয়ার অভিযোগ

শিল্পপতি গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডকে ‘একর প্রতি বছরে এক রুপি দরে’ এক হাজার ৫০ একর জমি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বিহারের ভাগলপুর জেলার পীরপৈন্তিতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এ ভূমি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই এলাকাটিতে ১০ লাখ গাছ রয়েছে। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
নয়াদিল্লিতে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দলের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এই অভিযোগ করেন। তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভাগলপুরের কৃষকদের জমি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। খেরা আরও দাবি করেন, আম, লিচু ও সেগুন গাছসহ এই জমি ৩৩ বছরের জন্য আদানি গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে।
কংগ্রেস নেতা আরও বলেন, এই দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি প্রথমে কেন্দ্রীয় সরকারের নিজস্ব উদ্যোগে করার কথা থাকলেও পরে প্রকল্পটি আদানির হাতে তুলে দেওয়া হয়। খেরা অভিযোগ করেন, ‘এটি সবকিছু বিনামূল্যে পাওয়ার ঘটনা। জমি, গাছ, কয়লা, সবকিছু আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে।’

খেরার অভিযোগ হলো, এই বিদ্যুৎ কেন্দ্রটি বিহারের মানুষের সম্পদ দিয়ে তৈরি করা হয়েছে। অথচ এই বিদ্যুৎ কেন্দ্র থেকেই রাজ্যের মানুষকে প্রতি ইউনিট ৬.০৭৫ রুপিতে বিদ্যুৎ কিনতে হবে। কিন্তু, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে একই পরিমাণ বিদ্যুতের দাম মাত্র ৩ থেকে ৫ রুপি। তাই কংগ্রেস এই পরিস্থিতিকে বিহারের জনগণের জন্য ‘দ্বিগুণ শোষণ’ বলে মন্তব্য করেছে।
তবে, এই গুরুতর অভিযোগের বিষয়ে কেন্দ্র, বিহার সরকার বা আদানি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।