সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইসরায়েল
ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান নজিরবিহীন সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।
এই আকস্মিক সিদ্ধান্তের মূল কারণ হলো- ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা। ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলার প্রতিক্রিয়ায় ইরান শনিবার (১৪ জুন) রাতে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে অন্তত ১০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। হামলায় তেল আবিবসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বারবার জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে অথবা এর কাছাকাছি থাকার জন্য সতর্ক করেছে।
ইসরায়েলের আকাশসীমা বন্ধের এই ঘোষণা আঞ্চলিক আকাশপথের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকি তৈরি করেছে। এর ফলে ইসরায়েলে প্রবেশ বা বের হওয়ার সমস্ত বেসামরিক ফ্লাইট বাতিল বা অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক প্রভাব ফেলবে। এই একই উত্তেজনার কারণে এর আগে জর্ডানও তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল, যদিও রোববার (১৫ জুন) সকালে তারা তা পুনরায় খুলে দিয়েছে।
আন্তর্জাতিক মহল থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে সংযম প্রদর্শনের ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে, যা পরিস্থিতি শান্ত করার একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।

                  
                                                  এনটিভি অনলাইন ডেস্ক