ইলন মাস্কের বিশেষ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তব্য দেওয়ার সময় করা অঙ্গভঙ্গি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ছবি : এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের পর এক আয়োজনে বক্তব্য দেওয়ার সময় করা অঙ্গভঙ্গি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গতকাল সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ইলন মাস্ক এ বিতর্কের সৃষ্টি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটনে আয়োজিত ওই অভিষেক অনুষ্ঠানে এক্স, স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক যখন মঞ্চে ওঠেন, তখন তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। একপর্যায়ে তিনি এক বিশেষ অঙ্গভঙ্গি করেন।
ইলন মাস্ক ডান হাত বুকের বাম পাশে রাখেন, তারপর সেই হাত ওপরে ছুড়ে দেন। তিনি পরপর দুইবার এই ভঙ্গি করেন।
দর্শকদের অনেকেই ওই ভঙ্গিকে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ স্যালুট হিসেবে বর্ণনা করেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক