হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে : ট্রাম্প
হন্ডুরাসের নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ‘পরিবর্তনের চেষ্টা’ করার গুরুতর অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই নির্বাচনে ডানপন্থি প্রার্থী নাসরি আসফুরাকে সমর্থন দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এই অভিযোগ তোলেন। তিনি লেখেন, ‘মনে হচ্ছে হন্ডুরাস তাদের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা করছে। যদি তারা এটি করে, তবে তাদের চরম মূল্য দিতে হবে!’
এর আগে গত রোববার (৩০ ডিসেম্বর) হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকেই ভোটারটা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে। তবে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথামিক গণনা শেষ হলেও এখনই বিজয়ী ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
এদিকে ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য আঞ্চলিক নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইঙ্গিত বহন করছে।

এনটিভি অনলাইন ডেস্ক