মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৫
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনের স্বর্ণখনি এলাকার একটি মার্কেটে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর এএফপির।
রোববার (১২ জানুয়ারি) রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) মুখপাত্র কর্নেল নাও বু এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলাটি তানাইং শহরের একটি স্বর্ণখনি এলাকায় ঘটেছে। নিহতরা সকলেই বেসামরিক লোক, যাদের মধ্যে স্বর্ণখনি শ্রমিক এবং স্থানীয় দোকানদাররাও রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার স্থানে বিশাল একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং আশেপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার বরাতে এএফপির প্রতিবেদনে বল হয়, আহতদের মধ্যে আরও তিনজন মারা গেছেন।
তানাইং শহর এখন কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে। সশস্ত্র এই গোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় ৭ হাজার। স্বায়ত্তশাসন ও কাচিনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে লড়ছে তারা। রাজ্যটিতে রত্নপাথরের বড় বড় খনির পাশাপাশি খনিজ সম্পদের বিপুল মজুত রয়েছে, যার বেশির ভাগই চীনে রপ্তানি হয়। এ রাজ্যের বড় অংশই এখন কেআইএর নিয়ন্ত্রণে।
এদিকে আরাকান আর্মি জানিয়েছে, গত শনিবার আরাকান রাজ্যের কিউকতাও শহরের একটি মার্কেটে ১৫টি বোমা ফেলে জান্তা বাহিনী। এতে কিছু বেসামরিক নাগরিক আহত ও নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা জানায়নি এই সামরিক গোষ্ঠীটি। আরাকান আর্মি দীর্ঘদিন ধরে রাখাইনের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে।

এনটিভি অনলাইন ডেস্ক