বাংলাদেশিকে খুন, মালয়েশীয় বাবুর্চির ৮ বছরের জেল
মালয়েশিয়ার তামান কোটা কুলাই প্রদেশে এক বাংলাদেশিকে হত্যার দায়ে এক মালয়েশীয় বাবুর্চির আট বছরের কারাদণ্ড হয়েছে। পুলিশ এবং আদালতের বরাত দিয়ে মালয় টাইমস জানায়, ২০১৪ সালের ৯ জুলাই স্থানীয় সময় রাত ১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল।
আদালতের সূত্রে সংবাদমাধ্যম আরো জানায়, প্রদেশের জালান পিনাং এলাকায় বাংলাদেশিদের একটি মেসে আহমাদ ইযওয়ান মোহাম্মদ ইয়াতিম (৪০) নামে এক মালয় বাবুর্চি অতর্কিত হামলা চালায়। ছুরি নিয়ে হামলার একপর্যায়ে এমদাদুল ইসলাম নামের এক বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন।
হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকা আহমাদ ইযওয়ান মোহাম্মদ ইয়াতিমকে ২০১৪ সালেরই ২ সেপ্টেম্বর মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার করে।
এরপর বিচারপ্রক্রিয়া শুরু হয় তাঁর। আর এই বিচারকাজ শেষে বিচারক দাতুক মোহাম্মদ সোফিয়ান আবদুর রাজ্জাক ৩০৪ (বি) অনুচ্ছেদের ৩০২ ধারায় হত্যাকাণ্ডের সাক্ষী-প্রমাণের ভিত্তিতে হাইকোর্ট এই মালয়েশিয়ান নাগরিককে আট বছরের কারাদণ্ড দেয়।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া