টুইটারের সিদ্ধান্তে অসন্তুষ্ট লেবাননের হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পণ করে টুইটার কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল আল-মানার গতকাল শনিবার জানিয়েছে, তাঁদের বেশিরভাগ টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
আল-মানার বলছে, মার্কিন সরকারের চাপের কাছে নতি স্বীকার করে আমেরিকাভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার তাঁদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে।
লেবাননের জনগণের মধ্যে রাজনৈতিক দল হিসেবে হিজবুল্লাহর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেই সঙ্গে লেবাননের সরকার ও পার্লামেন্টে এই সংগঠনের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। কিন্তু তারপরও মার্কিন সরকার হিজবুল্লাহকে কালো সংগঠনগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
এ ছাড়া হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করে যাচ্ছে ওয়াশিংটন।
লেবাননজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করার পর আল-মানারের টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। টুইটারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা কোনো ‘অবৈধ’ সংগঠনকে তাদের ওয়েবসাইট ব্যবহার করতে দেবে না।

এনটিভি অনলাইন ডেস্ক