কাবুল বিমানবন্দরের কাছে এবার রকেট হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের খবর এখনও জানা যায়নি। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, বিমানবন্দরের কাছে একটি বাড়িতে এ হামলা চালানো হয়েছে। বিবিসি বলছে, এই রকেট হামলা বিমানবন্দরে আঘাত করেনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আরও হামলার জোরালো শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, রোববারই (২৯ আগস্ট) এ হামলা হতে পারে।
সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
নিরাপত্তা হুমকির কারণে ওই এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া যেসব মার্কিন নাগরিক বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থান করছেন তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক