কঙ্গোয় ক্রিসমাসের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি রেস্তোরাঁয় ক্রিসমাস উপলক্ষ্যে অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় বেনি শহরে গতকাল শনিবার সন্ধ্যার এ ঘটনায় হামলাকারীসহ ছয় জন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ হামলাকারীকে রেস্তোরাঁ ফটকে বাধা দিলে সেখানেই তিনি বোমার বিস্ফোরণ ঘটান। ভেতরে অনুষ্ঠানের জমায়েতে পৌঁছাতে পারেননি তিনি।
কঙ্গোর প্রশাসন কথিত ইসলামিক স্টেটের সহযোগী সশস্ত্র সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করছে। তবে, এডিএফ বা অন্য কোনো গোষ্ঠী আজ রোববার সকাল পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
সংবাদ সংস্থা এএফপিকে দুজন প্রত্যক্ষদর্শী জানান, রেস্তোরাঁটির ভেতরে ৩০ জনের মতো মানুষ একত্রে ক্রিসমাস উদ্যাপন করছিলেন।
সম্প্রতি বেনি শহরে কঙ্গোর সেনাবাহিনী ও ইসলামপন্থি সশস্ত্রদের সংঘর্ষ বেড়ে গেছে। সিরিজ হামলার ঘটনার পর গত নভেম্বরে উগান্ডা ও কঙ্গোর সেনাবাহিনী মিলে যৌথ অভিযান শুরু করেছে। উগান্ডার রাজধানী কাম্পালায় বেশকয়েকটি হামলার ঘটনায় এডিএফকে দায়ী করে উগান্ডা সরকার।
১৯৯০ সালে উগান্ডায় এডিএফ প্রতিষ্ঠা হলেও এখন তাদের নেটওয়ার্ক পাশের দেশ কঙ্গো পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক