ইউক্রেনকে আরও যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি পোল্যান্ডের
পোল্যান্ড সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই সফরে ইউক্রেনের সহায়তায় আরও যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। খবর বিবিসির।
স্থানীয় সময় গতকাল বুধবার (৫ এপ্রিল) সকালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পৌঁছান জেলেনস্কি। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর তার প্রথম পোল্যান্ড সফর।
প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, যদি প্রয়োজন হয়, তাহলে তিনি পোল্যান্ডের বাকি মিগ-২৯ যুদ্ধবিমানগুলোও পাঠিয়ে দেবেন। জেলেনস্কি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থনের জন্য দেশটিকে ধন্যবাদ জানান।
আগে থেকেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে রাশিয়ায় চালানো সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ করে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো প্রমাণ ছাড়াই ক্রেমলিনের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, ‘তৃতীয় কোনো দেশের সম্পদ, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো—নাশকতা ও সন্ত্রাসবাদ চালানোর প্রস্তুতিতে নিয়োজিত রয়েছে, এমনটি বলার যথেষ্ট কারণ রয়েছে।’
পোল্যান্ডেই প্রথম দেশ, যা ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংকের প্রতিশ্রুতি দিয়েছে এবং বুধবার সোভিয়েত আমলের আরও মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ন্যাটোতে যোগদানের জন্য কিয়েভের প্রস্তাবকে পোল্যান্ডের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে দুদা বলেন, তিনি আরও প্রতিশ্রুতি ও নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করছেন, যা ইউক্রেনের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করবে।
এর আগে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটোতে যোগ দিতে হলে ইউক্রেনকে স্বাধীন ও গণতান্ত্রিক হতে হবে। রাশিয়ার আক্রমণের ফলে মানদণ্ড দুটি বর্তমানে পূরণ হচ্ছে না।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ইচ্ছাকে দেশটিতে আক্রমণের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক