আল-আকসায় আবারও ইসরায়েলি হামলা, ৩০ ফিলিস্তিনি আহত
জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে আবারও অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারের এ অভিযানে ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়লে ৩০ জনের বেশি ফিলিস্তিনি আহত হন। স্থানীয় স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, আহত কয়েকজনের পায়ে এবং হাতে রাবার বুলেট লাগে।
ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার আল-আকসার বাইরে সশস্ত্র অবস্থায় জড়ো হয় ইসরায়েলি বাহিনী। সেখানে প্রার্থনারত ফিলিস্তিনিদের দিকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ে। জবাবে পাথর এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে কিছু ফিলিস্তিনি যুবক।
জেরুজালেমে থাকা আল-জাজিরার প্রতিবেদক স্টিফিনা ডেকার বলেন, আল-আকাসায় আসা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে হাত বোমা, কাঁদানে গ্যাসের পাশাপাশি রাবার বুলেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।
গত শুক্রবারও আল-আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হন। গ্রেপ্তার হন অনেকে।
এমন পরিস্থিতির মধ্যেই অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সম্প্রতি এই অঞ্চলে আবারও উত্তেজনা বেড়ে গেছে। গত বছর হামাস এবং ইসরায়েলের যুদ্ধে আড়াই শতাধিক মানুষ প্রাণ হারান।

এনটিভি অনলাইন ডেস্ক