ভারতে যাওয়া নিয়ে বাংলাদেশকে সময় বেঁধে দিল আইসিসি
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যওয়ার নিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ইস্যু নিয়ে আইসিসির সঙ্গে ১৭ দিনের আলোচনা শেষে, এবার সিদ্ধান্ত এলো। আজ বুধবার (২১ জানুয়ারি) ভার্চুয়ালি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির সভায় ভোটাভুটি শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতে না গেলে বাংলাদেশের পরিবর্তে নতুন দল নেওয়া হবে। বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে সময়ও বেঁধে দিয়েছে আইসিসি। সরকারের সঙ্গে আলোচনা করতে বিসিবিকে একদিন সময় দেওয়া হয়েছে।
আইসিসির এই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সভায়।
আইসিসির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন- আইসিসি সভাপতি জয় শাহ, প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত, ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, জেনারেল ম্যানেজার (ইভেন্টস এবং করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা এবং জেনারেল ম্যানেজার (ইন্টিগ্রিটি ইউনিট) অ্যান্ড্রু এফগ্রেভ।
আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড, কী বলছে আইসিসি?
এর আগে গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে প্রথমবার ই-মেইল করে বাংলাদেশ। পরবর্তীতে আবারও বিশদভাবে সমস্ত বিষয় তুলে ধরে দ্বিতীয়বার ই-মেইল করে বিসিবি।
পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি। গত ১৭ জানুয়ারি সশরীরে অনুষ্ঠিত হওয়া বৈঠকেও একই আলোচনা হয়।
আরও পড়ুন : ‘ভারতের আধিপত্যে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না আইসিসি’
তবে সর্বশেষ বৈঠকে নূন্যতম লজিষ্টিক পরিবর্তন করে গ্রুপ পরিবর্তন করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আলোচনা হয়েছিল। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দিয়ে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে দেওয়ার আলোচনা হয়েছিল।
তবে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) এতে রাজি নয় বলে জানা গেছে। ইসএনপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে গিয়ে ক্রিকেট খেলতে চায় না আয়ারল্যান্ডও।

স্পোর্টস ডেস্ক