টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ ইস্যুতে আইসিসির বোর্ডসভা আজ, কি সিদ্ধান্ত আসবে?
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে কম জল ঘোলা হলো না। কিন্তু এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ই-মেইল আদান-প্রদান থেকে শুরু করে সরাসরি বৈঠক—আইসিসির সঙ্গে সবরকম আলোচনাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ গত শনিবার (১৭ জানুয়ারি) বিশ্বকাপ ইস্যু নিয়ে বৈঠক করতে বাংলাদেশে এসেছিল আইসিসির প্রতিনিধি দল। সেই বৈঠকেও কোনো সমাধান আসেনি। সেসময় ফিরে গিয়ে আইসিসির বোর্ডসভা শেষে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়ে গিয়েছিল প্রতিনিধি দল।
এবার ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ইস্যুর সমাধান করতে আজ বুধবার এক বোর্ডসভা ডেকেছে আইসিসি। ধারণা করা হচ্ছে– এই সভাতেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল বাংলাদেশ। সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে বিসিবি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে আইসিসিকে চিঠিও লিখেছে তারা।
পিসিবির এই চিঠির কারণেই আইসিসির এই জরুরি সভা ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিতে প্রথমবার ই-মেইল করে বাংলাদেশ। পরবর্তীতে আবারও বিশদভাবে সমস্ত বিষয় তুলে ধরে দ্বিতীয়বার ই-মেইল করে বিসিবি।
পরে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং করেছে বিসিবি। সেখানে বাংলাদেশকে নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য জানায় আইসিসি। তবে নিজেদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখার কথা জানিয়ে দিয়েছে বিসিবি। গত ১৭ জানুয়ারি সশরীরে অনুষ্ঠিত হওয়া বৈঠকেও একই আলোচনা হয়।
তবে সর্বশেষ বৈঠকে নূন্যতম লজিষ্টিক পরিবর্তন করে গ্রুপ পরিবর্তন করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আলোচনা হয়েছিল। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দিয়ে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে দেওয়ার আলোচনা হয়েছিল।
তবে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) এতে রাজি নয় বলে জানা গেছে। ইসএনপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে গিয়ে ক্রিকেট খেলতে চায় না আয়ারল্যান্ডও।

স্পোর্টস ডেস্ক