আমরা খেলি বলেই বিসিবি টাকা পায় : মিরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর থেকেই আলোচনা চলছে বোর্ড ও ক্রিকেটারদের আয় নিয়ে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সেখানে নিজেদের আর বোর্ডের আয় নিয়ে কথা বললেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলেন, ‘আমরা যে টাকা আয় করি, বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। বিসিবির আজ যে টাকা আছে, বাংলাদেশের জার্সিতে যে একটা ম্যাচ খেলেছে, তারও অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে বোর্ডের আজকের এই টাকা।’
মিরাজ জানান, ক্রিকেটাররা মাঠে খেলছেন বলেই বোর্ড আজ শক্ত অবস্থানে। মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’
এর আগে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে মিঠুন বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এখানে পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে।’
দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো মাঠে গড়ায়নি সেটি। সন্ধ্যা ৬টা থেকে দ্বিতীয় ম্যাচের সূচি রয়েছে। একটি শর্তে সেই ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামতে পারে বলে জানিয়েছেন মিঠুন।
মিঠুন বলেন, প্রতিবাদ স্বরূপ আমার দিনের প্রথম ম্যাচ আর খেলব না। এখন বিসিবি বলছে, তাদের ৪৮ ঘণ্টার একটা প্রসিডিউর আছে। বিসিবি যদি মিডিয়ার সামনে এসে বলে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে (এম নাজমুল ইসলামকে) বহিষ্কার করবে। আর যদি তাকে বহিষ্কার না করে তাহলে ক্রিকেটাররা আবারও ম্যাচ বয়কট করলে ক্রিকেটারদের দায়ভার থাকবে না। সেই দায়ভার তখন তার উপর যাবে। যদি তারা অফিসিয়াল ঘোষণা দেয়, তাহলে ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচ খেলবে।’-যোগ করেন মিঠুন।

স্পোর্টস ডেস্ক