রাজশাহীর বিপক্ষে লড়াকু পুঁজি নোয়াখালীর
অবশেষে ব্যাটিং ব্যর্থতার নাগপাশ ছিন্ন করতে পারল নোয়াখালী এক্সপ্রেসের টপঅর্ডার ব্যাটাররা। টুর্নামেন্টে প্রথমবার পঞ্চাশোর্ধ্ব রানের জুটি হলো ওপেনিংয়ে। এতে রাজশাহীর বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে প্রথম জয়ের খোঁজে থাকা নোয়াখালী।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নোয়াখালী।
প্রতিটি ম্যাচেই পরিবর্তন আনছেন নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন। রাজশাহীর বিপক্ষেও তার ব্যতিক্রম হয়নি। প্রথমবার একাদশে সুযোগ পান শাহাদাত হোসেন দিপু। সেটি কাজেও লাগিয়েছেন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিং করতে নেমে টুর্নামেন্টে প্রথমবার পঞ্চাশ পেরোনো জুটি এনে দেন নোয়াখালীকে। একই সঙ্গে এই প্রথম পাওয়ার-প্লেতে কোনো উইকেট হারায়নি নোয়াখালী।
সপ্তম ওভারের শেষ বলে দিপু ফিরলে ভাঙে ৫৭ রানের জুটি। ২৮ বলে ৩০ রান করেন তিনি। তিন নম্বরে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি মাজ সাদাকাত, ১৩ বলে ৭ রান করে নাজমুল হোসেন শান্তর শিকার হন তিনি।
একপ্রান্ত আগলে রাখা সৌম্য এরপর জুটি গড়ার চেষ্টা করেন অভিজ্ঞ মোহাম্মদ নবীকে নিয়ে। তবে সেটি বেশিক্ষণ টিকেনি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৪৩ বলে জার্সি নম্বরের সমান ৫৯ রান করে ফেরেন সৌম্য।
এরপর নবী ২৬ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে দেড়শ পার করা পুঁজি এনে দেন। মাঝখানে আবারও ব্যর্থ হয়ে ফিরে যান মাহিদুল ইসলাম অঙ্কন (৫ বলে ১০)।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিপন মন্ডল। একটি করে উইকেট গেছে হাসান মুরাদ, শান্ত আর বিনুরা ফার্নান্দোর ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
নোয়াখালী এক্সপ্রেস : ২০ ওভারে ১৫১/৫ (দিপু ৩০, সৌম্য ৫৯, সাদাকাত ৭, নবী ৩৫, মাহিদুল ১০, হায়দার ৩*, জাকের ১*; বিনুরা ৪-০-৩০-১, মেহরব ৪-০-২১-০, সাকিব ৪-০-৪৩-০, রিপন ৪-০-২৭-২, বার্ল ১-০-৮-০, শান্ত ১-০-১-১, হাসান মুরাদ ২-০-২০-১)

স্পোর্টস ডেস্ক