প্রথম জয়ের লক্ষ্যে রাজশাহীর বিপক্ষে ব্যাট করবে নোয়াখালী
চলমান বিপিএলে একটা জয় যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে নবাদত দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য। পাঁচটি ম্যাচ খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি তারা। ষষ্ঠ ম্যাচে এসে এখন তাদের সামনে লক্ষ্য একটাই, অন্তত একটা জয় চাই। সেই লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাট করবে নোয়াখালী।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইতোমধ্যে টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এখনো নিজেদের মেলে ধরতে পারেনি দলটির টপঅর্ডার ব্যাটাররা। সবগুলো ম্যাচেই ব্যর্থ হয়েছেন তারা। যেটি গিয়ে বাড়তি চাপ তৈরি করেছে পরের ব্যাটারদের ওপর। চাপ সামলাতে পারেননি তারাও।ব্যাটিংয়ে এমন ধারাবাহিক ব্যর্থতার কারণে জয়ের দেখাও পায়নি তারা। এ ম্যাচে তাই জয়ের জন্য ব্যাটিংয়ের দিকে মনযোগ দিতে হবে তাদের।
অন্যদিকে, কাগজে-কলমে শক্তিশালী দল রাজশাহী ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে আছে তারা। তবে লম্বা বিরতি পেয়েছিল দলটি। বিরতিতে শেষে এখন তাদের সামনে চ্যালেঞ্জ পুরোনো ছন্দ মেলে ধরা।
নোয়াখালী এক্সপ্রেসের একাদশ
হায়দার আলী (অধিনায়ক), সৌম্য সরকার, শাহাদাত দিপু, মাজ সাদাকাত, মোহাম্মদ নবী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহী, রহমাতুল্লাহ আলী।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ ওয়াসিম, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, এসএম মেহরব, রায়ান বার্ল, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো, রিপন মন্ডল।

স্পোর্টস ডেস্ক