ভারতের সঙ্গে আলোচনা নিয়ে মুখ খুলল বিসিবি
মুস্তাফিজুর রহমান ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কোনো আলোচনা হবে কি না, জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে এখন আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য সরাসরি আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।’
আইসিসির কাছ থেকে কোনো জবাব পেয়েছেন কি না, এমন প্রশ্নে বিসিবিপ্রধান বলেন, ‘আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। আমরা জানি না কী ফিডব্যাক আসবে। মেইলের রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে কী হবে সামনে। আইসিসি খুব তাড়াতাড়ি আমাদের একটা মিটিং (আইসিসি-বিসিবি) করতে বলবে।’
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণায় তোলপাড় চলছে ক্রিকেটপাড়ায়। আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

স্পোর্টস ডেস্ক