ফিরে দেখা ২০২৫
প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধনে অপূর্ণতা ঘোচানোর বছর
‘শুধু একটি ট্রফির জন্য!’
এই লাইনটিই বোধহয় যথেষ্ট দীর্ঘ অপেক্ষা বোঝাতে। সঙ্গে যদি বছরগুলো যোগ করা হয়, তাহলে বুঝতে সহজ হবে। কোনো ক্লাব একটি শিরোপার জন্য অপেক্ষা করেছে ১২০ বছর। কারও প্রতীক্ষা ৫১ বছরের, কেউ প্রহর গুনেছে ৭০ বছর ধরে! ২০২৫ সাল তাদের সবাইকে দিয়েছে দু’হাত ভরে। বিদায়ী বছরটি সেসব ক্লাবের কাছে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধনের।
অপূর্ণতা ঘোচানোর বছর ২০২৫। পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, টটেনহাম হটস্পার, বোলোনিয়া, অ্যাথলেটিকো প্লাতেনস, গো এহেড ঈগলস—তালিকাটা বিশাল। প্রতিটি ক্লাবই অধরা ট্রফির স্বাদ আস্বাদন করেছে ২০২৫ সালে।
ফরাসি ক্লাব পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ৭০ বছরের শিরোপাখরা কাটিয়ে ইংলিশ ক্লাব নিউক্যাসেল জিতেছে কারাবাও কাপ। ৫১ বছর পর কোনো শিরোপা জেতে ইতালির ক্লাব বোলোনিয়া, উঁচিয়ে ধরে কোপা ইতালিয়ার ট্রফি। নিজেদের ১২০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবার মেজর জিতেছে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস, জিতেছে এফএ কাপ।
আর্জেন্টাইন ক্লাব অ্যাথেলেটিকো প্লাতেনসও ১২০ বছরের ইতিহাসে এবারই প্রথম মেজর শিরোপার স্বাদ পেয়েছে, জিতেছে লিগ টাইটেল। গো এহেড ঈগলস নিয়েছে ডাচ লিগ জয়ের স্বাদ, এটিই ক্লাবের ইতিহাসে প্রথম। ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার উঁচিয়ে ধরে ইউরোপা লিগের শিরোপা, যা এই টুর্নামেন্টের নাম ইউরোপা লিগ হওয়ার পর প্রথম।
দীর্ঘ ক্যারিয়ারে শিরোপা ছাড়া সবই ছিল দুজনের। খ্যাতি, সেরাদের কাতারে সুযোগ, গ্রহণযোগ্যতা—কমতি ছিল না কিছুর। কিন্তু, একটি ট্রফির অভাব তাদের ক্ষতবিক্ষত করছিল। শিরোপা না পেলে যারা থাকতেন সব পেয়েও না পাওয়াদের দলে। তবে, তাদের অপূর্ণতাও ঘুচেছে। খেলোয়াড় হিসেবে হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের হয়ে এবং সন হিউ মিন টটেনহামের হয়ে নিজেদের ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান ২০২৫ সালে। কেইন জার্মান বুন্দেসলিগা এবং সন ইউরোপা লিগ জিতেছেন।

স্পোর্টস ডেস্ক