ইতিহাস গড়ে কোন দলে গেলেন মুস্তাফিজ
আইপিএলে যদি একজন বাংলাদেশি দল পান, সেটি মুস্তাফিজুর রহমান- এমন বিশ্বাস আছে ভক্তদের। মুস্তাফিজকে খালি হাতে ফেরায়নি আইপিএল। বাঁহাতি এই তারকা পেসারকে এবার দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি লেগেছে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকায় কেকেআরে গিয়েছেন ফিজ। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটিই সর্বোচ্চ মূল্য। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চলমান আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
নিলামে ৯ নম্বর সেটে নাম উঠেছিল মুস্তাফিজের। লিস্টে ১০১ নম্বরে থাকা টাইগার পেসারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় নিলামে। অবশেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।
মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি ধরে প্রথমেই তাকে দলে নিতে দাম হাকান তার গত আসরের দল দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে নাম লেখান আরও এক সাবেক দল চেন্নাই। এই দুই দল মিলে এক ধাক্কায় দাম তুলে নেয় ৫ কোটি রুপি। ৫ কোটি ৪০ লাখ রুপি দাম ডাকার পর আর আগ্রহ দেখায়নি মুম্বাই। তখনই মুস্তাফিজকে দলে ভেড়াতে বিডিংয়ে যোগ দেয় কলকাতা।
আইপিএলে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছে মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি।
আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

স্পোর্টস ডেস্ক