মাসসেরার লড়াইয়ে তাইজুলকে হারিয়ে সেরা হার্মার
নভেম্বরের মাস সেরা হওয়ার হওয়ার লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের। তার সঙ্গে বাকি দুজন ছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার আর পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
সেই লড়াইয়ে তাইজুলকে হারিয়ে নভেম্বরের মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছে ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার নায়ক হার্মার। আজ সোমবার (১৫ ডিসেম্বর) নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
গত মাসে ২৫ বছর পর ভারতের মাটিতে তাদের টেস্টে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হার্মার। একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইন। কলকাতা আর গুয়াহাটির দুই টেস্টে ৮.৯৪ গড়ে তার শিকার ছিল ১৭টি।
প্রথমবার আইসিসির মাসসেরার পুরস্কার পেয়ে হার্মার বলেন, “আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হতে পারা আমার জন্য দারুণ সম্মানের। দেশের হয়ে খেলাই আমার স্বপ্ন, এর সঙ্গে এমন স্বীকৃতি পাওয়া সত্যিই বাড়তি প্রাপ্তি।”
পরিবারের প্রতি পুরস্কার উৎসর্গ করে হার্মার বলেন, ‘এই পুরস্কার আমি আমার সতীর্থ, কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ভাগ করে নিতে চাই। পাশাপাশি এটি উৎসর্গ করছি আমার পরিবারের প্রতি, যারা আমাকে সমর্থন দেন এবং অনেক সময় আমাকে বাড়ি ছেড়ে দূরে থাকতে দেন আমার স্বপ্ন পূরণের জন্য।’
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে মাসসেরার দৌঁড়ে ছিলেন তাইজুল ইসলামও। সিলেট টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর ঢাকায় সিরিজের শেষ টেস্টে টাইগার স্পিনারের শিকার ছিল ৮ উইকেট। সবমিলিয়ে সিরিজে ২৬.৩০ গড়ে ১৩ নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি।

স্পোর্টস ডেস্ক