বড় সুখবর পেলেন তাইজুল ইসলাম
গত কয়ে কয়েক বছরের মতো আয়ারল্যান্ডের বিপক্ষেও দলের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম। দুই টেস্টেই বলহাতে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। এবার তার অর্জনের মুকুটে যোগ হতে পারে নতুন পালক।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বলহাতে দারুণ পারফর্ম করে তাইজুল জায়গা করে নিয়েছেন নভেম্বরের মাসসেরার লড়াইয়ে। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার আর পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নভেম্বরের মাসসেরা হওয়ার দৌঁড়ে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে তাইজুলের নাম।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ৫ উইকেট শিকার করেছিলেন তাইজুল। এরপর ঢাকায় সিরিজের শেষ টেস্টে টাইগার স্পিনারের শিকার ছিল ৮ উইকেট। সবমিলিয়ে সিরিজে ২৬.৩০ গড়ে ১৩ নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি।
অন্যদিকে, তাইজুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ভারতে ঐতিহাসিক টেস্ট জয়ে। কলকাতা আর গুয়াহাটির দুই টেস্টে ৮.৯৪ গড়ে তার শিকার ছিল ১৭টি।
আরেক প্রতিযোগী পাকিস্তানের নাওয়াজ বলহাতে উজ্জ্বল ছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়অনডে সিরিজ আর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। ব্যাটহাতেও অবদান রেখেছিলেন দলের জয়ে। ওয়ানডে সিরিজে ব্যাটহাতে ১০৪ রানের সঙ্গে বলহাতে নেন ৪ উইকেট। এরপর টি-টোয়েন্টি সিরিজে বলহাতে শিকার করেন ১১ উইকেট আর ব্যাটহাতে নেন ৫২ রান।

স্পোর্টস ডেস্ক