রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
একই পিচে সাবলীলভাবে রান তুলেছে আয়ারল্যান্ড। রান তাড়ায় সেখানেই খাবি খাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। স্কোরবোর্ডে ৫ রান জমা হতে না হতে স্বাগতিকরা হারিয়েছে তিন উইকেট। প্রথম পাওয়ার প্লে শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ২০ রান।
১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভারে হারায় তানজিদ তামিমের উইকেট। ৫ বলে ২ রান করে ম্যাথু হামফ্রিসের বলে হ্যারি টেক্টরের ক্যাচে পরিণত হন তামিম। পরের ওভারে সাজঘরের পথ ধরেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক ৩ বলে ১ রান করে মার্ক আডাইরের শিকার হন। তৃতীয় ওভারে বিদায় নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকেও ফেরসন আডাইর। ইমন করেন ৬ বলে ১ রান।
ক্রিজে থিতু হতে পারেননি সাইফ হাসানও। দলীয় ১৮ রানে আউট হন তিনি। ১৩ বলে ৬ করে ব্যারি ম্যাকার্থির ডেলিভারিতে বোল্ড হন সাইফ।
এর আগে, আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৪ উইকেটে আইরিশদের সংগ্রহ ১৮১ রান

স্পোর্টস ডেস্ক