মেসির জাদুতে কনফারেন্স ফাইনালে ইন্টার মায়ামি
ইন্টার মায়ামি এমএলএস প্লে–অফে আরেকটি ইতিহাস গড়ল। মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাটিকে ৪–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এতেই প্রথমবারের মতো কনফারেন্স ফাইনালে উঠেছে তারা।
আজ সোমবার (২৪ নভেম্বর) ওহিওতে সিনসিনাটির বিপক্ষে ম্যাচের চারটি গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি। একটি গোল তিনি নিজে করেছেন, আর বাকি তিনটি করিয়েছেন সতীর্থদের দিয়ে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে অসহায় হয়ে পড়ে সিনসিনাটি।
ম্যাচের ১৯ মিনিটেই মাতেও সিলভেত্তির ক্রস থেকে বল জালে জড়ান মেসি। এতেই ১-০ গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ছন্দে ফেরে দলটি। ৫৭ মিনিটে এবার মেসির পাসে গোল করেন সিলভেত্তি। এরপর ৬২ ও ৭৫ মিনিটে মেসির সহায়তায় দুই গোল করেন তাদেও আলেন্দে।
পুরো ম্যাচে মেসি ছিলেন দুর্দান্ত। সুযোগ তৈরি করেছেন আটটি, শট নিয়েছেন তিনটি, সফল ড্রিবল করেছেন দুইবার। ম্যাচজুড়ে লং বল ও ক্রসের সঙ্গে তার ৪১টি পাসই ছিল নিখুঁত।
প্লে–অফে এখন পর্যন্ত সাত ম্যাচে মেসির অবদান ৭ গোল ও ৬ অ্যাসিস্ট। এমএলএস প্লে–অফ ইতিহাসে এত বেশি গোল–অবদানের রেকর্ড এই প্রথম।
আগামী শনিবার ইস্টার্ন কনফারেন্স ফাইনালে মায়ামির প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। আরেক সেমি-ফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে তারা ১-০ গোলে হারিয়েছে। জিতলে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠবে মায়ামি।

স্পোর্টস ডেস্ক