লিটনের সেঞ্চুরির পর মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে মুশফিকুর রহিমের সেঞ্চুরি দিয়ে। এরপর লাঞ্চের আগে সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক ব্যাটার লিটন কুমার দাস। সব মিলিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ প্রথম সেশনে ৩০ ওভারে রান উঠেছে ৯৫। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ১২০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান। ১০৩ রানে অপরাজিত আছেন লিটন, মিরাজ ৩০ রানে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। সর্বশেষ গত বছরের আগস্টে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি ।
এর আগে মুশফিকুর রহিম শততম টেস্টে তুলে নিয়েছেন সেঞ্চুরি। কিন্তু শতরানের ইনিংস খেলার পর সেটিকে আর বেশিদূর টানতে পারেননি মি. ডিপেন্ডেবল। দ্বিতীয় দিনের নবম ওভারেই হামিফ্রিসের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ফিরেছেন মুশফিক।
বাঁহাতি স্পিনার হামফ্রিসের করা ৯৯তম ওভারের প্রথম বলেই ফিরেন মি. ডিপেন্ডেবল। অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে আসা বলটি মুশফিকের ব্যাটে লেগে চলে যায় বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা বলবার্নির হাতে। ২১৪ বলে ৫ চারে ১০৬ রানের ইনিংস শেষ হয় মুশফিকের।
মুশফিক আউট হওয়ার পর আইরিশ খেলোয়াড়রা তার সঙ্গে হাত মিলিয়ে অভিবাদন জানান। আউট হওয়ার আগে লিটন কুমার দাসের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন মুশফিক। যেটি টেস্টে তাদের সপ্তম শতরানের জুটি, যা লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ।
আউট হওয়ার আগে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই ইতিহাস গড়েছেন মুশফিক। বিশ্বের ১১তম ক্রিকটোর হিসেবে শততম টেস্টে শতরানের ইনিংস খেললেন তিনি।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে প্রথম দিন শেষ করে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক