হাসারাঙ্গার প্রতিরোধ ভেঙে রুদ্ধশ্বাস জয় তুলে নিল পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর এক জয় পেয়েছে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে হারতে বসা শ্রীলঙ্কাকে শেষ দিকে আশা জাগাচ্ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে শেষ পর্যন্ত নাসিম শাহ তার দুর্দান্ত প্রতিরোধ ভাঙলে ৬ রানের জয় পায় পাকিস্তান। এতেই সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল শাহিন আফ্রিদির দল।
গতকাল টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ২৯৯ রান। জবাবেব ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে শ্রীলঙ্কা।
শুরুতে ব্যাট করতে নেমে ৯৫ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানের ইনিংস গড়ে দেন সালমান আলি আগা ও হুসেইন তালাতের পঞ্চম উইকেটে ১৩৮ রানের জুটি।
৮৩ বলে সেঞ্চুরি পূর্ণ করা সালমান অপরাজিত থাকেন ১০৫ রানে, আর তালাত খেলেন ৬২ রানের ইনিংস। শেষ দিকে মোহাম্মদ নওয়াজের ২৩ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস পাকিস্তানকে তিনশর কাছাকাছি পুঁজি এনে দেয়। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা নেন ৩ উইকেট।
আরও পড়ুন : প্রথমবার দ. আফ্রিকাকে সিরিজে হারাল পাকিস্তান
লক্ষ্য তাড়ায় দুর্দান্ত সূচনা পায় লঙ্কানরা। পাতুম নিশাঙ্কা ও কামিল মিশারার উদ্বোধনী জুটিতে ৮৫ রান উঠে যায় মাত্র ১২ ওভারে। তবে তখনই ম্যাচের চিত্র বদলে দেন পাকিস্তানের পেসার হারিস রউফ। একই ওভারে মিশারা (৩৮) ও কুশল মেন্ডিসকে শূন্য ফিরিয়ে লঙ্কানদের ছন্দপতন ঘটান তিনি। পরে নিশাঙ্কা (২৯) ও সামারাবিক্রমাকেও (৩৯) তুলে নিয়ে নেন। লঙ্কানদের প্রথম ৪ উইকেটই পেয়েছেন এই পেসার।
মাঝে অধিনায়ক আসালাঙ্কা (৩২) কিছুটা আশা জাগালেও তা টেকেনি বেশিক্ষণ। একপর্যায়ে ২১০ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল সফরকারীদের। কিন্তু তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন হাসারাঙ্গা। দুষ্মন্ত চামিরা ও মহেশ তিকশানাকে সঙ্গে নিয়ে শেষ দিকে লড়াই চালিয়ে যান তিনি।
আরও পড়ুন : বিপিএল মাতাতে আসছেন আমির ও মেন্ডিস, নাম লেখালেন যে দলে
শেষ ২ ওভারে দরকার ছিল ২১ রান। ৪৯তম ওভারে নাসিম শাহের ফুল টস লং অনে পাঠাতে গিয়ে বাবর আজমের হাতে ধরা পড়ে হাসারাঙ্গার ৫২ বলে ৫৯ রানের ইনিংসের ইতি ঘটে।
শেষ ওভারে লঙ্কানদের দরকার ছিল ২১ রান, তবে হুসেইন তালাতের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা থামে ৯ উইকেটে ২৯৩ রানে।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৬১ রানে নেন ৪ উইকেট। নাসিম শাহ ও ফাহিম আশরাফ পান ২টি করে সাফল্য। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরি করা সালমান আলী আগা।

স্পোর্টস ডেস্ক