অ্যাঙ্গোলা ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
শুরুতে ভারতের আসার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। ফলে নভেম্বর উইন্ডোতে একটিমাত্র প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে আকাশী-নীল জার্সিধারীরা। তবে এর আগে দুঃসংবাদ শুনতে হচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের।
একদিন আগেই জানা গিয়েছিল, চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, অ্যাঙ্গোলার বিপক্ষে খেলা হচ্ছে না আরও তিন ফুটবলারের। যার মধ্যে রয়েছেন- হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে। এই তিনজনই খেলেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে।
১৪ নভেম্বরের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলাতে। তবে দেশটিতে প্রবেশে করতে হলে বাধ্যতামূলক ইয়োলো ভ্যাক্সিন বা প্রতিষেধক গ্রহণ করতে হবে লিওনেল স্কালোনির স্কোয়াডে থাকা ফুটবলারদের। কিন্তু দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় ভ্যাক্সিন নিতে পারেননি এই তিন ফুটবলার।
এ নিয়ে এক বিবৃতিতে এএফএ জানিয়ছে, ‘ইয়েলো ফেভার ভ্যাক্সিনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি এই তিন ফুটবলার। যা অ্যাঙ্গোলায় প্রবেশে অপরিহার্য। যে কারণে আসন্ন সফরে তাদের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।’
মূলত সাম্প্রতিক সময়ে আফ্রিকার কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকায় মশাবাহিত জীবাণু থেকে ইয়েলো ফেভার ছড়িয়ে পড়েছে। সে কারণে এসব অঞ্চলে প্রবেশে সবার প্রতিষেধক বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সেই ভ্যাক্সিন নিতে পারেননি এই তিন ফুটবলার।
এর আগে কার্ডজনিত সাসপেনশন কাটিয়ে দুই ম্যাচ পরে দলে ফিরেছিলেন চেলসির মিডফিল্ডার এনজো। কিন্তু স্কোয়াড ঘোষণার পরদিনই চোটের কারণে ছিটকে গেছেন তিনি। চারমাস আগে পাওয়া হাঁটুর চোট নতুন করে দেখা দিয়েছে এনজোর। যে কারণে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এনজোর পরিবর্তে প্রথমবার দলে ডাকা হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টারকে। তিনি লিভারপুল তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই।

স্পোর্টস ডেস্ক