সিলেট টেস্ট
লাঞ্চের পর টানা দুই ওভারে দুই উইকেট শিকার, ফিরলেন স্টার্লিং
লাঞ্চ বিরতির আগে চতুর্থ থেকে ষষ্ঠ ওভারের মধ্যে তিনবার ক্যাচ ছেড়ে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। আইরিশ ওপেনার পল স্টার্লিংয়ের ক্যাচ দুইবার ফেলেছে তারা। তবে তৃতীয়বারের প্রচেষ্টায় এবার তালুবন্দী হলেন স্টার্লিং। এরপর হ্যারি টেক্টর নেমেও টিকতে পারেননি আর। লাঞ্চ থেকে ফিরে পরপর দুই ওভারে দুই উইকেট শিকার বাংলাদেশের।
নাহিদ রানার করা ২৭ তম ওভারের তৃতীয় বলে সাদমানের হাতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন স্টার্লিং। ৭৬ বলে ৯ চারে ৬০ রান করেছেন তিনি। ফেরার আগে কারমাইকেলে সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন স্টার্লিং, যেটি টেস্টে দ্বিতীয় উইকেট আয়ারল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি।
এরপর টেক্টর নেমে ফিরেছেন পরের ওভারেই। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এরপর আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। এরপরই ফিরতে হয় এই আইরিশ ব্যাটারকে। সাজঘরে ফেরার আগে ১ রান করেন টেক্টর।
প্রথম দিনে মধ্যাহৃভোজন বিরতির আগে ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান তোলে আয়ারল্যান্ড। স্টার্লিং ৫৮ এবং কারমাইকেল ৩০ রানে অপরাজিত ছিলেন।
ইনিংসের চতুর্থ বলেই আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নিকে ফিরিয়ে দারুণ শুরু করেন পেসার হাসান মাহমুদ। তার ফুল লেংথ বলে এলবিডব্লু হন আয়ারল্যান্ডের এই ওপেনার। এরপর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বলবার্নি। আউট হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি তিনি।
এরপর থেকেই হতাশ করছে বাংলাদেশের ফিল্ডিং। চতুর্থ থেকে ষষ্ঠ ওভারের মধ্যে তিনবার ক্যাচ ছেড়েছিল তারা।
আরও পড়ুন: টেস্ট অভিষেক হলো হাসান মুরাদের
নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে সহজ এক সুযোগ পেয়েছিলেন সাদমান ইসলাম। ডাইভ দিয়েও ধরতে পারেননি পল স্টার্লিংয়ের ক্যাচটি।
পরের ওভারে হাসান মাহমুদের করা চতুর্থ বলে পুল করতে গিয়ে টেস্ট অভিষিক্ত কারমাইকেল বল ভাসিয়ে দেন। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা তাইজুল ইসলামের হাত ফসকায় সেই সুযোগটিও।
এরপর ষষ্ঠ ওভারে আসে আরও এক ভুল। নাহিদ রানার করা ওভারের দ্বিতীয় বলে গালিতে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মিরাজ।
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে টসে হেরে শুরুতে বোলিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে সকাল সাড়ে ৯ টায়।
একাদশে দুই পেসার ও তিন স্পিনার
প্রথম টেস্টে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের সময়টা খারাপ যাচ্ছে ব্যাটিং ব্যর্থতার কারণে। সিলেটের উইকেটও ব্যাটিং সহায়ক। তাই এই ম্যাচে বাংলাদেশের ব্যাটররাও চাইবে রান পেতে।
এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে বোলার হাসান মুরাদের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ১০৮তম ক্রিকেটার এই বাঁহাতি স্পিনার।
আরও পড়ুন: টেস্টে ২৫ বছরে বাংলাদেশ : কোন বিভাগে কে সেরা?
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।
আয়ারল্যান্ড একাদশ :
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমিচায়েল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।\

স্পোর্টস ডেস্ক