৮৯৪ দিন পর ঘরে ফিরল বার্সেলোনা
দীর্ঘ অপেক্ষার অবসান শেষে নিজেদের ঘরে ফিরল বার্সেলোনা। ৮৯৪ দিন পর ক্যাম্প ন্যু-এর মাঠে গড়ালো বল। প্রায় ১.৩ ইউরো পাউন্ড ব্যয়ে সংস্কার শেষে নতুন রূপে চালু হল ঐতিহাসিক ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়াম। যেটি এখন পরিচিত ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’ নামে।
সংস্কারের পর গতকাল শুক্রবার (৭ নভেম্বর) প্রথমবারের মতো মাঠে উন্মুক্ত অনুশীলন সেশনে নামে বার্সেলোনা। এতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৭৯৫ জন দর্শক। দুই বছর পর প্রিয় দলকে মাঠে পেয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বার্সা ২০২৩ সালের পর এই মাঠে খেলেনি। সংস্কারের সময় তারা হোম ম্যাচগুলো খেলেছে শহরের অলিম্পিক স্টেডিয়ামে। এমনকি নতুন মৌসুমের প্রথম দুটি ম্যাচ খেলতে হয়েছিল ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।
আরও পড়ুন : তিনবার পিছিয়ে পড়েও হার এড়াল বার্সেলোনা
প্রশিক্ষণ শুরুর আগে সবাই যখন ভাবছিলেন নতুন মাঠের প্রথম গোল কে করবেন, তখন কোচ হান্সি ফ্লিক নিজেই বল জালে পাঠিয়ে দেন। এভাবেই শুরু হয় নতুন কাম্প ন্যুর প্রথম উদযাপন। এরপর পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে বার্সার সংগীত ও সমর্থকদের চির চেনা ধ্বনিতে। বার্সেলোনার তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল মাঠে নেমে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
প্রশিক্ষণ শেষে খেলোয়াড়রা দর্শকদের দিকে স্মারক বল ছুড়ে দেন। এমন ঐতিহাসিক দিনে যারা বল পেয়েছেন তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে সঙ্গে নিয়ে গেছেন। পরে তারা অটোগ্রাফ দেন ও সমর্থকদের সঙ্গে ছবি তোলেন।
ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, বার্সেলোনা ক্যাম্প ন্যুতে ফিরতে পারে ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। না হলে এক সপ্তাহ পর আলাভেসের বিপক্ষে, যেদিন ক্লাবের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এরপর ২ ডিসেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে তারা।
আরও পড়ুন : গোলের দেখা পেলেন ইয়ামাল, জয়ে ফিরল বার্সা
১৯৫৭ সাল থেকে ক্যাম্প ন্যু বার্সেলোনার ঘরোয়া স্টেডিয়াম হিসেবে ব্যবহার হয়ে আসছে। এবারের সংস্কার কাজ শুরু হয় ২০২৩ সালের জুন।বর্তমানে ক্যাম্প ন্যুতে ২৫ হাজার ৯৯১ দর্শক প্রবেশের অনুমতি পেয়েছে। পরবর্তী ধাপে এই সংখ্যা বেড়ে হবে ৪৫ হাজার ৪০১ জন। সম্পূর্ণ কাজ শেষ হলে ২০২৭ সালে স্টেডিয়ামের ধারণক্ষমতা দাঁড়াবে ১ লাখ ৫ হাজার দর্শকের।
এই অনুশীলন ছিল আনুষ্ঠানিকভাবে মাঠে খেলা ফেরানোর প্রস্তুতি অংশ হিসেবে। সবশেষে খেলোয়াড় ও কোচিং স্টাফরা একযোগে দর্শকদের ধন্যবাদ জানান। পরেরবার তারা যখন এই মাঠে নামবেন, সেটি হবে প্রতিযোগিতামূলক ম্যাচে—আর সেই দিনের অপেক্ষায় এখন পুরো বার্সেলোনা পরিবার।

স্পোর্টস ডেস্ক