হামজাকে পেতে আগ্রহী বার্সেলোনা, ডিসেম্বরেই চুক্তি?
বাংলাদেশের ফুটবলের চিত্র পুরোটাই বদলে দিয়েছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে খেলা এক তারকা বাংলাদেশের জার্সি গায়ে চাপাচ্ছেন, সেটি গত বছরও স্বপ্নই ছিল। চলতি বছর সেই স্বপ্ন সত্যি হয়েছে, দেশের ফুটবল পেয়েছে গতি।
এবার লা লিগায় খেলতে চলেছে আরেক হামজা। সবকিছু ঠিক থাকলে মিশরের ১৭ বছর বয়সী বিস্ময়বালক হামজা আব্দেলকরিমকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। বর্তমানে মিশরের ক্লাব আল-আহলিতে খেলছেন হামজা।
বার্সেলোনার স্থানীয় একাধিক অনলাইন সংবাদমাধ্যমের মতে, স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা এই বছর শেষ হওয়ার আল-আহলির তরুণ তারকা হামজা আব্দেলকরিমের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পথে এগিয়ে চলেছে।
১৭ বছর বয়সী এই স্ট্রাইকার সম্প্রতি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বার্সার স্কাউটদের নজর কেড়েছেন। জানা গেছে, হামজা নিজেও বার্সেলোনার জার্সি গায়ে দিতে আগ্রহী। তার বর্তমান ক্লাব আল-আহলি ইতোমধ্যে তরুণ এই প্রতিভাকে ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে।
বার্সেলোনা এই কিশোরকে প্রাথমিকভাবে ঋণের ভিত্তিতে (লোনে) সই করানোর পরিকল্পনা করছে। চুক্তিতে আগামী গ্রীষ্মে তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ থাকবে।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, মিশরের অনূর্ধ্ব-১৭ দলের এই তারকা প্রথম দিকে বার্সেলোনার রিজার্ভ দলে যোগ দেবেন এবং দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে সাহায্য করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বার্সা আব্দেলকরিমকে নিশ্চিত করেছে যে আগামী মৌসুমেই তাকে মূল দলে সুযোগ দেওয়া হবে। কাতালানদের এমন আশ্বাসই তাকে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে।

স্পোর্টস ডেস্ক