শেষ মুহূর্তে আইসিসির সভায় নাকভি, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার শঙ্কা
দুবাইয়ে আজ শুক্রবার (৭ নভেম্বর) শুরু হয়েছে আইসিসির ত্রৈমাসিক সভা। এবারের সভা ঘিরে জোড় আলোচনা চলছে গত কয়েকদিন ধরে। এর পেছনে কারণও আছে। আজকের সভায় আলোচনা হওয়ার কথা আলোচিত এশিয়া কাপের ট্রফি নিয়ে। তবে গুঞ্জন ছিল যাকে ঘিরে এই আলোচনা হওয়ার কথা সেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি থাকবেন না। ভারতীয় গণমাধ্যমগুলো এমন তথ্যই প্রচার করে আসছিল।
সেই গুঞ্জন মিথ্যা প্রমাণ করে অবশ্য শেষ মুহূর্তে দুবাইয়ে আইসিসির সভায় যোগ দিয়েছেন নাকভি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, আজ বিকেলে দুবাইয়ের আইসিসি সদর দপ্তরে পৌঁছেছেন নাকভি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, নাকভির উপস্থিতিতে সভার প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে এশিয়া কাপের ট্রফি নিয়ে চলমান বিতর্ক। জানা গেছে, সভা চলাকালীনই এ বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা থেকে উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।
নাকভি সাম্প্রতিক সময়ে আইসিসির সভা এড়িয়ে চলছিলেন। এর মধ্যে গত জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনও ছিল। তাই অনেকেই ভেবেছিলেন, দুবাইয়ের এই বৈঠকেও তিনি থাকবেন না।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু এসিসি সভাপতি নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। পরে নাকভি নিজেই ট্রফি নিজের কাছে রেখে দেন।
এর পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাধিকবার নাকভিকে ট্রফি ফেরত দেওয়ার অনুরোধ জানায়। এমনকি বিষয়টি আইসিসিতে তোলার হুমকিও দেয় তারা। তবে নাকভি জানান, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কোনো প্রতিনিধি বা খেলোয়াড়কে সরাসরি দুবাইয়ে এসিসির অফিসে গিয়ে তাঁর কাছ থেকে ট্রফি নিয়ে আসতে হবে।
সর্বশেষ নাকভি জানিয়েছিলেন, চলতি মাসে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।

স্পোর্টস ডেস্ক