সোমবার উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির মিশনে নামছে বাংলাদেশ
১৭ মাস পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ফরম্যাট বদলে এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টির মিশনে নামছে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার (২৭ অক্টোবর) মুখোমুখি হবে দুই দল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। আর অনলাইনে ট্যাপম্যাড অ্যাপ-এ।
আরও পড়ুন : টেস্টে অধিনায়কত্ব করা একজন খেলোয়াড়ের অনেক বড় পাওয়া : লিটন
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজের সবগুলো জিতেছে টাইগাররা। শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর আফগানিস্তানকে তাদের হোম গ্রাউন্ডে হোয়াইটওয়াশ করে এসেছে টাইগাররা। এবার উইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া লিটন দাসের দল।
আগামী বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য স্রেফ দুটি সিরিজ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। তাই এ সিরিজটিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি দুইটা সিরিজে চাই, যেন আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই, বোলাররা যখন বল করবে তখন যেন চাপ থাকে। যে জিনিসগুলো… সামনে যেহেতু বিশ্বকাপ, সেখানে আমাদের সাহায্য করবে।’
এর আগে মিরপুরের উইকেট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। তবে চট্টগ্রামে দেখা যাবে ভিন্নচিত্র। কারণ ঐতিহ্যগতভাবেই চট্টগ্রামের উইকেট ব্যাটারদের পক্ষে কথা বলে। এখানে খেলা ম্যাচগুলোতে সাধারণত বড় স্কোর দেখা যায়। উইকেটের রংয়েও পরিবর্তন থাকে এখানে। যেমনটা এবারও দেখা গেছে। তবে শেষের দিকে উইকেট শুষ্ক হওয়ায় স্পিনাররাও কিছুটা সহায়তা পান।
আরও পড়ুন : আমি চাই প্লেয়াররা চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন
চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় ম্যাচ জিততে গুরু দায়িত্ব পালন করতে হবে ব্যাটারদের। সাইফ হাসান যে ফর্মে আছেন সেটি ধরে রাখতে হবে। পাশাপাশি মিডল অর্ডারে তাওহিদ হৃদয়-জাকের আলী-শামীম পাটোয়ারীদেরও রানে ফিরতে হবে।
এ ম্যাচে বাংলাদেশের জন্য সুখবর হলো চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না তিনি।
তার ফেরা দলের জন্য বেশ স্বস্তির। কারণ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন।
আরও পড়ুন : তাসকিন-মুস্তাফিজকে নিয়ে যা বললেন লিটন দাস
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে। সেবার ক্যারিবিয়ানদের ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে ধবল ধোলাই করে এসেছিল বাংলাদেশ। এর সঙ্গে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আর ঘরের মাঠের সুবিধা মিলিয়ে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে টাইগাররা।
পরিসংখ্যানেও দুই দলের অবস্থান খুবই কাছাকাছি। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় আটটিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে নয়টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
এ ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে টস। কারণ, চট্টগ্রামে গত দুইদিন সন্ধ্যার পর শিশির পড়তে দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে শিশিরের পরিমাণও বাড়ে। ফলে ম্যাচে শিশিরের প্রভাব বেশ বড় হয়ে দেখা দিতে পারে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টস।

স্পোর্টস ডেস্ক