কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশ

সমীকরণটা স্পষ্ট ছিল, লক্ষ্যও জানা, এই ম্যাচ জিতলেই সুযোগ পাওয়া যাবে বিশ্বকাপের বাছাইপর্ব খেলার। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কাজাখস্তানের বিপক্ষে কোনো ভুল করেনি বাংলাদেশ। জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলা।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপ হকিতে ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫-১ ব্যবধানে কাজখস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম ও রোমান সরকার। একটি গোল করেছেন তৈয়ব আলী।
এই ম্যাচে জয় তুলে নেওয়ায় এশিয়া কাপে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। শনিবার মাঠে গড়াবে এই ম্যাচটি। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান।
ম্যাচের দশ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে লিড এনে দেন আশরাফুল ইসলাম। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২৩ মিনিটে আবারও পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। এর পাঁচ মিনিট পরে ব্যবধান ৩-০ করেন রোমান সরকার।
বাকি দুই গোল পায় বাংলাদেশ তৃতীয় কোয়ার্টারে। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন রোমান। পরের মিনিটেই কাজাখস্তানের কফিনে শেষ পেরেক ঢুকে দেন তৈয়ব আলী। দুই মিনিট পরে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি পায় কাজাখস্তান। ম্যাচ শেষ হয় ৫-১ ব্যবধানে।
যেভাবে হকি বিশ্বকাপের বাছাই অনুষ্ঠিত হবে
আগামী বছর হকি বিশ্বকাপের আসর বসবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে। ১৬ দলের টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। এ ছাড়া প্রো লিগের সর্বশেষ দুই টুর্নামেন্টের ফলের ভিত্তিতে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া ও স্পেন।
অন্যদিকে, মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে প্যান আমেরিকা অঞ্চলের আর্জেন্টিনা, ইউরোপের জার্মানি ও ওশেনিয়ার নিউজিল্যান্ড। এশিয়া ও আফ্রিকার চ্যাম্পিয়নরাও সরাসরি চলে যাবে বিশ্বকাপে। বাকি ৭টি দেশ বেছে নেওয়া হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের বাছাইপর্ব থেকে।
১৬ দলের বিশ্বকাপ বাছাইপর্বে চলমান এশিয়া কাপের রানার্সআপ থেকে ষষ্ঠ স্থানের দল খেলার সুযোগ পাবে। এছাড়াও বাছাইপর্বে খেলবে প্যান আমেরিকা অঞ্চলের যুক্তরাষ্ট্র, কানাডা ও চিলি। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও পোল্যান্ড-- এই সাত দল অংশ নিবে ইউরোপ থেকে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় হকি আফ্রিকা কাপ অব নেশনসের রানার্সআপ দলও খেলবে বাছাইপর্ব।
এই ১৬টি দলকে নিয়ে আবার দুটি টুর্নামেন্ট করা হবে। যেখানে প্রতিটি টুর্নামেন্টে থাকবে মোট আটটি করে দল। প্রতিটি টুর্নামেন্টের আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই টুর্নামেন্টের ফাইনালে খেলা চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। এছাড়াও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুই বিজয়ী দলও সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।
তৃতীয় স্থান নির্বাচনী ম্যাচে হেরে যাওয়া দুই দলের মধ্য থেকেও একদল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। এই দলটি নির্ধারণ হবে র্যাংকিং দেখে। অর্থাৎ এই দুই দলের মধ্যে যারা র্যাংকিংয়ে এগিয়ে থাকবে তারা সুযোগ পাবে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার।