ওভালে ইতিহাস গড়ার পথে ইংল্যান্ড
ওভালে ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ৩৭৪ রান, যেটি মোটামুটি অসম্ভবই বলা চলে। কেননা এর আগে দ্বিতীয় ইনিংসে এত রান তাড়া করে এই মাঠে জয়ের রেকর্ড নেই আর। এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান, যেটিও ১৯০২ সালে। ১২৩ বছর আগের রেকর্ডটিও ছিল ইংল্যান্ডের, সেই ম্যাচে তারা ১ উইকেটে জয় পেয়েছিল। সেই হিসেবে ভারতকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল এই টেস্টে। কিন্তু খেলার মোড় ঘুরে গেল চতুর্থ দিন এসে। সব ধারণাকে ভুল প্রমাণ করে ইতিহাস গড়ার পথে এখন ইংল্যান্ড।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে গতকাল (৩ আগস্ট) ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান। সিরিজ নির্ধারণী এই টেস্টে ভারতের জয় পেয়ে সিরিজে ফিরতে দরকার ৪ উইকেট। আর ওভালের নতুন ইতিহাস গড়তে ইংলিশদের দরকার ৩৫ রান।
জো রুট আর হ্যারি ব্রুক যেভাবে খেললেন তাতে মনে হচ্ছিল ওভালে ১ দিন আগেই টেস্ট শেষ হতে চলেছে। চতুর্থ দিনে এই দুজন গড়লেন ১৯৫ রানের জুটি। ১০৭ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন হয় ৩০১ রানে। হ্যারি ব্রুক ফিরে ১১১ রান করে।
তবে ব্রুক ফিরতে ফিরতে পারতেন ১৯ রানে, প্রসিধ কৃষ্ণার বলে ফাইন লেগ অঞ্চলে বল তুলে দিয়েছিলেন। কিন্তু সিরাজ তা ধরতে গিয়ে বাউন্ডারি লাইনে পা লাগিয়ে ফেলেন। সেখান থেকেই ফিরলেন সেঞ্চুরি করে, দলকে নিয়ে গেলেন জয়ের কাছাকাছি। একটা ক্যাচ মিস করেই যেনো ভারত ম্যাচটার সাথে সিরিজটাই মিস করে ফেলেছে।
ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রুট ফিরেন ১০৫ রান করে। আকাশ দীপের বলে সিরাজের হাতে মিড অফে ক্যাচ দিয়ে ফিরেছেন। ইংল্যান্ডের স্কোরবোর্ডে রান তখন ৬ উইকেটে ৩৩৭।
এরপর যখন ইংল্যান্ড জয় থেকে ৩৫ রান দূরে, তখনই আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেল। টেস্ট গড়াল পঞ্চম দিনে। শেষ দিনের শুরুটা করেবেন জেমি স্মিথ ও জেমি ওভারটন। এখন শেষ দিনে দেখার অপেক্ষায় ইংল্যান্ড কি ইতহাস গড়ে ফিরে নাকি ভারত ৪ উইকেট তুলে নিয়ে সিরিজে সমতা আনতে পারে।

স্পোর্টস ডেস্ক