এক সেঞ্চুরিতেই ম্যাক্সওয়েলের যত রেকর্ড
যুক্তরাষ্ট্রের মেজর লিগ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে একাধিক রেকর্ডের খাতায় নাম লেখালেন অসি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মেজর লিগ ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। আজ বুধবার (১৮ জুন) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে ১১৩ রানে হারিয়েছে তার দল ওয়াশিংটন ফ্রিডম।
টসে জিতে অধিনায়ক ম্যাক্সওয়েলের ব্যাটিং তান্ডবে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান করে ওয়াশিংটন ফ্রিডম। ম্যাক্সওয়েল ৪৯ বলে ১৩ ছক্কা ও ২ চারে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় নাউট রাইডার্স, ওয়াশিংটন ফ্রিডমের হয়ে তিনটি করে উইকেট পান জ্যাক এডওয়ার্ডস ও মিচেল ওয়েন। এই ম্যাচে ১৩ টি ছক্কা মেরে ষষ্ঠ বা তার নিচে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে রাসেল ও এজাজ আলির সঙ্গে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন তিনি। রাসেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবং স্লোভেনিয়ার এজাজ আলি সার্বিবয়ার বিপক্ষে কীর্তিটি গড়েন।
সেঞ্চুরি করে ম্যাক্সওয়েল আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েন। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার ৫০০ রানের পাশাপাশি ১৭০ এর বেশি উইকেট এবং একাধিক সেঞ্চুরি করেছেন। এ ছাড়া অলরাউন্ডারদের মধ্যে কাইরন পোলার্ড ১৩ হাজার ৫৯৯ রানের সঙ্গে ৩২৬ উইকেট পেয়েছেন, সেঞ্চুরি করেছেন একটি এবং শোয়েব মালিক ১৩ হাজার ৫৭১ রানের সঙ্গে পেয়েছেন ১৮৭ উইকেট, তবে এই সংস্করণে তার কোন সেঞ্চুরি নেই।
এটি ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি সেঞ্চুরি। মিডল অর্ডারে ৪ নম্বর পজিশন বা আরও নিচে নেমে তার রয়েছে ৬টি শতরানের ইনিংস, যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এই সংস্করণে সেঞ্চুরি করার সংখ্যায় তার ওপরে আছেন শুধু চারজন, ক্রিস গেইল (২২), বাবর আজম (১১), বিরাট কোহলি (৯) ও রাইলো রুশো (৯)।

স্পোর্টস ডেস্ক