অস্ট্রেলিয়া অল আউট ৩৭৭ রানে
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে আর একটি রানও যোগ করতে পারেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাদের প্রথম ইনিংস থেমে যায় ৩৭৭ রানে। তাই প্রথম ইনিংসে সফরকারী দলটি লিড নিয়েছে মাত্র ৭২ রানের।
অস্ট্রেলিয়াকে এগিয়ে যেতে দেননি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি ৮৪ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিয়ে বড় বাধা হয়ে দাঁড়ান।
৫৬ রানে অতিথিদের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে লিডটা ১০০ রানের নিচে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান করা স্বাগতিকরা স্টিভেন স্মিথের দলকে থামিয়েছে ৩৭৭ রানে।
এর আগে তৃতীয় দিন দুটি সেশনে ১৫২ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। আগের দিনের ২ উইকেটে ২২৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অসিরা আজ উইকেটে থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত রান ৯ উইকেটে ৩৭৭ রান করা অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকে ৭২ রানে।
এক ডেভিড ওয়ার্নার ছাড়া গতকাল বাকিদের হাত খোলার সুযোগ দেননি মুস্তাফিজ-মিরাজরা। দুটি সেশনে প্রতিপক্ষের সাতটি উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। উইকেট সংখ্যাটা আরো বাড়তে পারত। মিরাজ ও সৌম্য সহজ দুটি ক্যাচ না ছাড়লে আজই ব্যাটিং শুরু করতে পারত বাংলাদেশ।
বৃষ্টির কারণে তৃতীয় দিনের পুরো একটা সেশন নষ্ট হয়েছে। এতে অবশ্য অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের লাভটাই বেশি হয়েছে। তিন ঘণ্টা বৃষ্টি শেষে দুপুর দেড়টার দিক আবার খেলা শুরু হয়।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস:
১১৯.৫ ওভারে ৩৭৭ (আগের দিন ৩৭৭/৯) (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ৪/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮, নাসির ০/১৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)

ক্রীড়া প্রতিবেদক