গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৫৫ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে পার করল গত সপ্তাহ (৪ থেকে ৮ জানুয়ারি)। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩ দশমিক ৯৩ শতাংশ। ডিএসইতে মূলধনও বেড়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। তবে সপ্তাহটিতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ (২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি) থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ বেড়েছে ৯৫৫ কোটি ৪৭ লাখ টাকা। বাজার মূলধন পরিমাণ বেড়েছে দুই হাজার ৪০০ কোটি ৯৩ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৩৭২ কোটি ৭২ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৪১৭ কোটি ৭২ লাখ টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি ৩১ লাখ টাকা।
গত বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৩ হাজার ১৮০ কোটি ১৫ লাখ টাকায়। আগের সপ্তাহের ১ জানুয়ারি এই মূলধন ছিল ছয় লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি ২১ লাখ টাকায়। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৬টির শতাংশ, দর কমেছে ১৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির। লেনদেন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার।
এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৯৮ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৪৫ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯১৪ দশমিক ৯৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস চার দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১০ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া ডিএসএমইএক্স সূচক ৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৯৫৭ দশমিক ৩৭ পয়েন্টে।

নিজস্ব প্রতিবেদক