পতনে সূচক, লেনদেন তিনশ কোটির নিচে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে আজ রোববারের (২১ ডিসেম্বর) লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে পাঁচ পয়েন্ট। লেনদেন কমে ২৯৩ কোটি টাকার ঘরে অবস্থান করেছে।
গত বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৩৬০ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
আজ লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় পাঁচ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৪২ পয়েন্ট। পরে সূচকটি পতন গতি কমে আসে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় চার দশমিক ৯৪ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৮২৬ দশমিক ৪৭ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৯ দশমিক শূন্য ৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৩ দশমিক ৫৯ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ২৯৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৮ হাজার ২২৬ কোটি ৬০ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি ৫৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৫৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রহিমা ফুডের ১২ কোটি ৬৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১১ কোটি ৯৫ লাখ টাকা, সিমটেক্সের সাত কোটি ৮১ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ছয় কোটি ৯২ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ছয় কোটি ৫০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের পাঁচ কোটি ৬৭ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক