ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৮৫ কোটি, সূচকে পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে আজ বুধবার (৫ নভেম্বর) ৪৮৫ কোটি টাকার ঘরে পৌঁছেছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৬.৭৫ শতাংশ (সঠিকভাবে ৬৬.৯৭৫ শতাংশ) কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে এবং ডিএসইর সব ধরনের সূচকের পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩২ পয়েন্ট।
লেনদেন শুরুর প্রথম ৯ মিনিটে শেয়ার কেনার চাপে সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট উত্থান হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে ফেরে। লেনদেন শুরুর ২২ মিনিটে সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট পতন হয়েছিল। পতনের এই গতি পরে আরও বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৩২.১৭ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় ৪, ৯৮৬.৮৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১১.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০৪৪.৩৪ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৫.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৯৪০.৫০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৩ কোটি ৬৬ লাখ টাকা, যা গতকাল মঙ্গলবারের ৬ লাখ ৯০ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকা থেকে কম। এদিন লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ২৬৭টির (৬৬.৯৭৫ শতাংশ) এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের ২৬ কোটি ৭৪ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৪ কোটি ৪৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৯ কোটি ২৯ লাখ টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১৫ কোটি ৩৯ লাখ টাকা, মনোস্পুল বাংলাদেশের ১৩ কোটি ৩৬ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ওয়াইমেক্স ইলেক্ট্রোডের শেয়ার, কোম্পানিটির দর কমেছে ১০.৩৮ শতাংশ। অন্যদিকে, দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৮৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক