লেনদেন বাড়লেও ডিএসইতে কমেছে সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ৪৭৮ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬১ শতাংশ কোম্পানির শেয়ারের দরের পতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর প্রধান সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ২৬ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান থেকে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টা ১৮ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় এক পয়েন্ট। সেই সূচক পতন আরও বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ২২ দশমিক ২৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৯ দশমিক ৩২ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৭ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক তিন দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৮ দশমিক ৮৮ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৭৮ কোটি এক লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ দুই হাজার ৩৭ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মূলধন ছিল ছয় লাখ তিন হাজার ৩০৩ কোটি ৯০ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২৪১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্টের ১৭ কোটি ৯৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৪ কোটি ৬৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ২৪ লাখ টাকা, সোনালী পেপারের ১২ কোটি ৪১ লাখ টাকা, সিমটেক্সের ১০ কোটি ১৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক