যশোর সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
তৃতীয় ধাপে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলার সব পদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষে আজ বৃহস্পতিবার (২৩ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশনের এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান।
তৃতীয় ধাপে আগামী ২৯ মে যশোর সদর উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। এ উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিন প্রার্থী ছিলেন। এখন আদালতের আদেশে চেয়ারম্যান পদে আরও এক প্রার্থী যুক্ত হবেন।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম আদালতে গেলে গত ১৩ মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি। পরের দিন নির্বাচন কমিশন আপিল করলে তাতে ‘নো অর্ডার’ আদেশ আসে। এমন পরিস্থিতিতে নতুন প্রার্থীকে যুক্ত করে আদালতের আদেশ বাস্তবায়নে ২৯ মে অনুষ্ঠেয় সদর উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করা হলো।

সাইফুল ইসলাম সজল, যশোর