প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জকসু নির্বাচন, ভোটগ্রহণ শুরু
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরামহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের দুই দশকের ইতিহাসে প্রথম এই গণতান্ত্রিক মহোৎসব ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মোট ৩৯টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দ্রুত ও নির্ভুল ফলাফল প্রকাশের জন্য অত্যাধুনিক ৬টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। তিনি আরও জানান, পুরো ক্যাম্পাস এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং প্রক্টরিয়াল বডির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে নির্বাচন স্থগিত করা হয়। এরপর সাধারণ শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে ওই দিন বিকেলেই পুনরায় সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণের কথা থাকলেও এটি শুরু হয় ৯টা থেকে।

এনটিভি অনলাইন ডেস্ক