আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ করা হবে।
আলোচিত প্রার্থীদের মধ্যে মীর মশাররফ হোসেন হলে ভোট দেবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ মো সাদী হাসান ও শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী পরিষদের সহসভাপতি পদপ্রার্থী আরিফ উল্লাহ।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের সহসভাপতি পদপ্রার্থী আব্দুর রশিদ জিতু, ছাত্র ইউনিয়নের (একাংশ) সমর্থিত সংশপ্তকের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরণ এহসান, মওলানা ভাসানী হলে ভোট দেবেন স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের সহসভাপতি পদপ্রার্থী মাহফুজুর রহমান (মেঘ) ও শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাজহারুল ইসলাম।
এ ছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ভোট দেবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, ২১ নং হলে ভোট দেবেন শাকিল আলী এবং শহীদ তাজউদ্দিন আহমদ হলে ভোট দেবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) জাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল ইসলাম ইমন।
এ ছাড়া নারী প্রার্থীদের মধ্যে ১৩নং ছাত্রী হলে ভোট প্রদান দেবেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের একমাত্র নারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ও ফজিলাতুন্নেছা হলে ভোট দেবেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক পদপ্রার্থী (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা ও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদপ্রার্থী মালিহা নামলাহ।