১৬ শিক্ষকের ১৬ শিক্ষার্থী, দাখিলে পাস করেনি একজনও
নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এতে এলাকায় চাঞ্চল্য এবং প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে।
মাদ্রাসাটির প্রধান শিক্ষকসহ মোট ১৬ জন শিক্ষক কর্মরত থাকলেও একজন শিক্ষার্থীও পাস না করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, শিক্ষকের তো অভাব নেই, তাহলে ফলাফল এমন শূন্য কেন?
মাদ্রাসাটির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘গত বছর ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছিল। এবার হয়নি, এমন তো হতেই পারে। আমরা চেষ্টা করেছি।’
শফিকুল ইসলাম আরও জানান, ভবানীপুর দাখিল মাদ্রাসাটি ২০০৫ সালে অ্যাকাডেমিক স্বীকৃতি পেলেও এখনও এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা না পেলেও প্রতিষ্ঠানটি নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছে।
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় এসএসসিতে পাসের হার ৬৫.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। দাখিল পরীক্ষায় পাসের হার ৪৮.৩৭ শতাংশ হলেও ভবানীপুর মাদ্রাসার ফলাফল শূন্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা বলেন, একটি প্রতিষ্ঠানে কেউ পাস না করা অত্যন্ত অস্বাভাবিক। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)