সুদানে নিহত সেনাসদস্যের গ্রামের বাড়িতে শোকের মাতম
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনাসদস্য, নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়াপাড়া গ্রামের কর্পোরাল মাসুদ রানার পরিবারে চলছে শোকের মাতম। কান্না থামছে না স্ত্রী আসমাউল হুসনা আখি ও মা মর্জিনা বেগমের। মাসুদের একমাত্র আদরের কন্যা, আট বছরের মাগফিরাতুল মাওয়া আমিনা স্তব্ধ হয়ে গেছে।
মাসুদ রানা আঠারো বছর ধরে সেনাবাহিনীতে চাকরি করছিলেন। মাত্র এক মাস সাত দিন আগে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সুদানে গিয়েছিলেন। সেখানে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় আর্মি সাপ্লাই কোরের কর্পোরাল মাসুদ রানা নিহত হন। শোকস্তব্ধ হয়ে পড়েছেন প্রতিবেশীরাও।
প্রতিবেশী আব্দুল জব্বার জানান, নিহত মাসুদ রানা পরিবারের সবার বড়। তিন ভাইয়ের সবাই সেনাবাহিনীতে চাকরি করেন।
স্থানীয় ইউপি মেম্বার বজলুর রশিদ জানান, মাসুদের পরিবার শোকে পাথর হয়ে গেছে। একমাত্র শিশু কন্যা বাকরুদ্ধ হয়ে গেছে। তিনি বলেন, স্ত্রী আঁখিকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছি না।
এদিকে বিকেলে মেজর আবিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বোয়ালিয়াপাড়ায় নিহত কর্পোরাল মাসুদ রানার বাসায় যান এবং স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলেন। এই সেনাসদস্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

হালিম খান, নাটোর