দেশে রিজার্ভ কমে দাঁড়াল ৩২.৪৩ বিলিয়ন ডলারে
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকে মোট বিদেশি মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) কমে ৩২ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে চলে এসেছে। অপরদিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন জানান, আজকে গত দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) আকুর বিল ১৫৩ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। আকুর বিল পরিশোধের পর আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলারে।
এর আগে, বুধবার (৭ জানুয়ারি) আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯১৮ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ডলার। ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৩৭৮ কোটি ৫০ লাখ ২০ হাজার ডলার।

নিজস্ব প্রতিবেদক