ডিসেম্বরে যেসব ব্যাংকে আসেনি প্রবাসী আয়
সদ্য বিদায়ী ডিসেম্বরে ৬০টি ব্যাংকের মাধ্যমে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। তবে এই সময়ে দেশের সাতটি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে চারটিই বিদেশি ব্যাংক। আজ রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা সাতটি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক। ডিসেম্বরে বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এ ছাড়া বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় কোনো প্রবাসী আয় আসেনি।
অন্যদিকে, ডিসেম্বরে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার।
দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৭ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার।

নিজস্ব প্রতিবেদক