বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজন ‘মাইন্ডসেট ট্রান্সফরমেশন’
বিদেশে পড়াশোনা শুধু উচ্চশিক্ষার একটি ধাপ নয়, এটি একজন শিক্ষার্থীর চিন্তাধারা, দক্ষতা ও ক্যারিয়ারকে বৈশ্বিক পর্যায়ে উন্নত করার একটি শক্তিশালী সুযোগ। বিশ্বব্যাপী পরিবর্তনশীল কর্মক্ষেত্র, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গঠনের সুযোগ— সব মিলিয়ে বিদেশে পড়াশোনা আজকের প্রজন্মের জন্য একটি স্মার্ট সিদ্ধান্ত। তবে এই যাত্রার পথ কখনোই সহজ নয়। তথ্যের অভাব, ভুল ধারণা এবং জটিল প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করে।
যেসব সমস্যা মুখোমুখি হয় শিক্ষার্থীরা
বিদেশে পড়াশোনার প্রক্রিয়ায় শিক্ষার্থীরা প্রথমেই যে সমস্যায় পড়ে তা হলো— সঠিক দেশ ও কোর্স নির্বাচন। অনেকে জানেন না কোন দেশে কোন বিষয়ের ওপর ভালো সুযোগ রয়েছে, কোন বিশ্ববিদ্যালয় তাদের প্রোফাইলের সঙ্গে মানানসই। পাশাপাশি থাকে ফান্ডিং ও স্কলারশিপ নিয়ে উদ্বেগ। টিউশন ফি, লিভিং কস্ট, আর্থিক দলিল— এসব বিষয় পর্যাপ্তভাবে না জানার কারণে অনেকে ভুল সিদ্ধান্ত নেয়।
এরপর ভিসা প্রক্রিয়া। সঠিক ডকুমেন্টেশন, SOP/Essay, ব্যাংক স্টেটমেন্ট, ইন্টারভিউ প্রিপারেশন— এসব ধাপে যথেষ্ট অভিজ্ঞতা না থাকলে ভিসা রিজেকশন বা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে, IELTS/Language Test নিয়েও অনেক শিক্ষার্থী অনিশ্চয়তায় থাকে কোথা থেকে প্রস্তুতি নেবে, কত স্কোর প্রয়োজন, কত সময় লাগবে ইত্যাদি।
গন্তব্যে পৌঁছানোর পরও প্রশ্ন থাকে— স্টুডেন্ট লাইফ কেমন হবে? অপরিচিত পরিবেশে মানিয়ে নেওয়া, অ্যাকোমোডেশন, পার্টটাইম জব, হোমসিকনেস— এগুলোও শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।
সমাধান : গ্লোবাল মাইন্ডসেট গড়ে তোলা
বিদেশে পড়াশোনার পুরো যাত্রাটি মূলত একটি মাইন্ডসেট ট্রান্সফরমেশন। এখানে শুধু বইয়ের শিক্ষা নয়, বরং সমস্যা সমাধানের ক্ষমতা, স্বাধীন সিদ্ধান্ত নেওয়া, গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করার দক্ষতা— এসব গুণ শিক্ষার্থীকে গড়ে তোলে আগামী দিনের নেতা হিসেবে।
কিন্তু এই মাইন্ডসেট তৈরি করতে প্রয়োজন সঠিক পরামর্শ, সঠিক তথ্য এবং একজন অভিজ্ঞ গাইড।
Education Abroad : আপনার যাত্রার সেতুবন্ধন
এখানেই Education Abroad শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় একটি বিশ্বস্ত পরামর্শদাতা হিসেবে। তারা শিক্ষার্থীর লক্ষ্য, আগ্রহ, বাজেট এবং ভবিষ্যৎ ক্যারিয়ার বিবেচনা করে পার্সোনালাইজড কাউন্সেলিং প্রদান করে।
তাদের সেবার মধ্যে রয়েছে—
কোর্স ও দেশ নির্বাচন
বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন প্রসেসিং
SOP/Essay/Recommendation Letter গাইডলাইন
স্কলারশিপ ও ফান্ডিং পরামর্শ
ভিসা ফাইলিং ও ডকুমেন্টেশন সাপোর্ট
ভিসা ইন্টারভিউ প্রস্তুতি
IELTS/Language Test প্রস্তুতি
পোস্ট-অ্যারাইভাল গাইডেন্স (অ্যাকোমোডেশন, পার্ট-টাইম জব, লাইফ স্টাইল অ্যাডজাস্টমেন্ট)
Education Abroad পুরো যাত্রায় শিক্ষার্থীদের হাত ধরে এগিয়ে নিয়ে যায়— প্রাথমিক পরিকল্পনা থেকে শুরু করে বিদেশে পৌঁছানোর পরের বাস্তবমুখী সহায়তা পর্যন্ত। এই কারণেই তারা সত্যিকার অর্থেই একটি Bridge to Your Study Destination।
বিদেশে পড়াশোনা শুধু একটি ডিগ্রি অর্জনের ব্যাপার নয়— এটি আপনাকে গড়ে তোলে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে। সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে; কিন্তু সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতি থাকলে প্রতিটি চ্যালেঞ্জই সমাধানযোগ্য।
Education Abroad সেই সঠিক দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীর স্বপ্নপথকে সহজ করে দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং নিশ্চিত করে একটি সফল গ্লোবাল ভবিষ্যৎ।
আপনার গন্তব্যের পথে— গ্লোবাল মাইন্ডসেট, গ্লোবাল সলিউশন। আমাদের এডুকেশন এক্সপো ২০২৫-এ অংশ নিয়ে আপনার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে থাকুন। রেজিস্ট্রেশন ও বিশেষজ্ঞের পরামর্শ পেতে এই লিংকে ক্লিক করুন।
Education Abroad Education Expo-2025
Event Date: 22nd & 23rd November
Time: 10AM-07PM
Venue: 311 1st floor, Coca-Cola, Baridhara, Dhaka.

এনটিভি অনলাইন ডেস্ক