শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারকে জানাতে বলা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-আমিন শেখ বলেন, এনবিআর বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে জানিয়ে আল-আমিন শেখ বলেন, অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলেন অর্থ মন্ত্রণালয়ের (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী। একই মন্ত্রণালয়ের উপসচিব পঙ্কজ বড়ুয়া হলেন কমিটির সদস্য সচিব। বাকী তিন হলেন কমিটির সদস্য। এরা হলেন- এনবিআরের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান, প্রথম সচিব মো. তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।